মহিলা বিষয়ক অধিদপ্তরের মূল কাজ সমূহঃ
01. নারী উন্নয়ন ও জেন্ডার সমতার লক্ষ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG)ও দারিদ্র বিমোচন কৌশল পত্রের আলোকে রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম গ্রহন ও বাসত্মবায়ন।
02. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নারী উন্নয়নে গৃহীত সরকারী/বেসরকারী উদ্যোগ ও কার্যক্রমের সমন্বয় সাধন।
03. বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা।
04. আর্থ-সামাজিক উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্তকরনের মাধ্যমে উন্নয়ন কার্য্যক্রম গতিশীল করা।
05. দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তা, প্রশিক্ষন প্রদান এবং আয়বর্ধক কর্মসূচীতে অংশগ্রহনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নসহ দারিদ্র বিমোচনের ব্যবস্থা করা।
06. বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের খাদ্যাভাবসহ সার্বিক দুর্দশা লাঘবে মাসিক ভাতা প্রদান করা।
07. দুঃস্থ মহিলা, অসহায় ও দরিদ্র গর্ভবতী মা’র জন্য ২ বছর মেয়াদী মাতৃত্বকালীন ভাতা প্রদান করা।
08. বিভিন্ন বৃত্তিমূলক পেশায় প্রশিÿনপ্রাপ্ত বিত্তহীন ও দরিদ্র মহিলাদের উৎপাদনমুখী কর্মকান্ডে সম্পৃক্তকরনের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋন প্রদান করা।
09. নারীর প্রতি সহিংসতা রোধসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা।
10. নির্যাতিত নারী ও শিশুদের আইনগত সহায়তা প্রদানসহ এসিডদগ্ধ নারীদের আশ্রয় ও চিকিৎসা সেবা প্রদান করা।
11. নির্যাতিত, দুঃস্থ নারী ও শিশুদের সাময়িক আশ্রয়সহ আর্থিক সাহায্য প্রদান করা।
12. নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন আইন প্রয়োগের মাধ্যমে নারী ও শিশু পাচার প্রতিরোধ কার্যক্রম গ্রহন করা।
13. নারী, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি সকল প্রকার শারিরীক ও মানসিক চিকিৎসাসহ প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা করা।
14. কর্মজীবী মায়েদের শিশুদের জন্য ঢাকাসহ সকল বিভাগীয় শহরে দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করা।
15. বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র ‘‘অঙ্গনা’’এর মাধ্যমে দৃঃস্থ নারী সংগঠন ও নারী উদ্যোক্তাদের হসত্মশিল্প ও বিভিন্ন দ্রব্যাদি প্রদর্ষন ও বাজারজাতকরণে সহায়তা করা।
16. স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন ও তদারকীসহ সংগঠন সমূহকে বাৎসরিক অনুদান প্রদান করা।
17. নারী উন্নয়ন ও জেন্ডার সমতা স্থাপনে জাতীয় নারী উন্নয়ন নীতি ও CEDAWসনদ বাসত্মবায়ন সহ বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস